ভারতীয় ভিসা সেন্টার খোলা, ভারত ভ্রমণ এবং পাসপোর্ট ফেরত নিয়ে ৩ টি বিশেষ নোটশ!
শিগগিরই সীমিত পরিসরে ভারতীয় ভিসা সেন্টারের (আইভিএসি) কার্যক্রম পুনরায় শুরু হবে। ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে পাসপোর্ট আটকে আছে এমন ব্যক্তিদের ক্ষুদে বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছে আইভিএসি।
শুক্রবার (৯ আগস্ট) পাঠানো আইভিএসির ক্ষুদে বার্তায় বলা হয়, ‘প্রিয় আবেদনকারী, শিগগিরই আইভিএসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে। পাসপোর্ট সংগ্রহের জন্য এসএমএস পাবেন।’
তবে এটা বলা যাচ্ছেনা যারা পাসেপোর্ট ফেরত পাবেন তারা ভিসা পাবেন কিনা। কিন্তু এইটুকু আশা করা যাচ্ছে মেডিকেল ভিসা আবেদনকারীদের ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। বর্তমানে ইমিগ্রেশনে জনবল কম থাকায় স্বল্প পরিসরে বিশেষ করে মেডিকেল ভিসাধারীদের ভারত প্রবেশের অনুমোতি দিচ্ছে। তবে ভ্রমণ ভিসাধীদের কোন প্রকাশ নোটিশ করা হয়নি ভ্রমণ বন্ধের বিষয়ে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না ওয়া পর্যন্ত সীমিত পরিসরে ভ্রমণ ভিসাধারীরা ভারত ভ্রমণের অনুমোতি পাবেন। এর পরেও বিভিন্ন যাচাই-বাচাই পূুর্বক অনুমোতি দেওয়া হতে পারে। তাই খুব জরুরী প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ এড়িয়ে চলুন।
* ভারতীয় ভিসা সেন্টার খোলা হতে পারে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য।
* আপাতত মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ভিসাধারীরা ভারত ভ্রমণ থেকে বিরত থাকুন।।
* শুধুমাত্র বেনাপোল পোর্ট দিয়ে যাতায়াত করা যাচ্ছে।