এপলো হাসপাতাল সম্পর্কে কিছু ধারনা:
ভারত চিকিৎসার জন্য বরাবরই সুনাম অর্জন করে আসছে। অনেক বছর ধরেই ভারতে মাদ্রাজ চিকিৎসার জন্য প্রসিদ্ধ একটি স্থান যা বর্তমানে চেন্নাই নামেই পরিরচিত যা ভারতের তামিলনাড়ু রাজ্যের অংশ। আর এপলো হলো বর্তমান সময়ের নির্ভরযোগ্য একটি নাম। বাঙ্গালীদের জন্য শেষ ভরষা হিসেবেও বলা যায়। তবে আমাদের মনে রাখতে হবে বাঁচা-মরার মালিক সৃষ্টিকর্তা।
ভারতের কোথাই কোথাই এপলোর শাখা রয়েছে:
এপলোর প্রধান শাখা চেন্নাইতে তাদের শাখা রয়েছে ২৫ টি সেগুলো হলো আহমেদাবাদ, আরাগণ্ডা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, ভোপাল, বিলাসপুর, দিল্লী, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দর, কাকিনাড়া, কারুর, করাইকুদি, কারিম নাগার, কোচি, কোলকাতা, লখনউ, মাদুরাই, মহীশূর, নাসিক, নাবি মুম্বাই, নেল্লোর, নয়ডা, থ্রিচির, বিশাখাপত্তনম।
মেইন এপলো কোথাই অবস্থিত:
চেন্নাইয়ে এপলোর শাধান শাখা।
বাংলাদেশে কি এপলোর কোন শাখা রয়েছে:
চিকিৎসার জন্য বাংলাদেশে এপলোর অথোরাইজড কোন শাখা নেই। তবে টেলিকনসালটেশনের জন্য শাখা রয়েছে যেখান থেকে আপনি ভারতের যাবার পূর্বে সেখানখার বিভিন্ন তথ্য, আপনার রোগ অনুসারে কোন ডা: পাবেন, ডা: এর সূচি ইত্যাদি।
ভ্রমণ ভিসায় কি ডা: দেখানো যাবে:
ভ্রমণ ভিসায় ডা: দেখানো যাবে তবে কোন ধরনের কাটা-ছেড়ার মতো চিকিৎসা সেবা পাবনে না। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন কোন ধরনের সার্জারী করারবেন তাহলে সটি আপনি ভ্রমণ ভিসায় পাচ্ছেন না। আপনি যদি মনে করেন ভ্রমণ ভিসায় গিয়ে ডা: দেখাবেন পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে সার্জারী কররাবেন তাহলে ভ্রমণ ভিসায় তা পারবেন। ভ্রমণ ভিসায় সকল ধরনের টেষ্টও আপনি সেরে নিতে পারবেন।
বাংলাদেশের কোথাই কোথাই এপলোর টেলিকনসালটেশন পাওয়া যাবে:
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহে এই টেলিকনসালটেশন সেবাটি পাবেন।
বাংলাদেশের টেলিকনসালটেশন এর অথরাইজড নাম্বার পেতে কল করুন 01629-098912
চেন্নাই এপলোতে কিভাবে যেতে পারেন:
বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে আপনি যেতে পারনে চেন্নাই। আপনি যদি ল্যান্ড রোডে ভারতে প্রবশে করে অভ্যান্তরীন ফ্লাইটে যেতে চান তাহলে আপনি আগরতলা ও কোলকাতা যেতে পারেন। যদি রেলে যেতে চান আগরতলা্ থেতে সপ্তাহে দুইদিন HUMSAFAR EXP চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় তবে এই ট্রেনের টিকিট পাওয়া খুবই কষ্ট সাধ্য এই রুটে ২ মাস পূর্বেও টিকিট পাওয়া কঠিন।। কোলকাতা থেকে সপ্তাহে ৭ দিনই নূন্যতম ৩টি সর্বচ্চ ৪টি (সপ্তাহে দুই দিন ট্রেন ভেদে বন্ধ থাকে) ট্রেন চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এই রুটে আপনাকে ১ মাস পূর্বে টিকটি বুকিং করতে পারবেন। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহের বুহস্পতিবার ছাড়া প্রতিদিনই চেন্নাই উদ্দেশ্যে ছেড়ে যায় তবে এই রুটে আগরতলার মতোই ১/২ মাস পূর্বে টিকিট পাওয়াটা কষ্ট সাধ্য।
আগরতলা থেকে চেন্নাই- ক্লাশ ভেদে ৩৫০০ থেকে ৫০০০ পর্যন্ত ভাড়া গুনতে হবে।
কোলকাতা থেকে চেন্নাই- ক্লাশ ভেদে ১৫০০ থেকে ৪৫০০ পর্যন্ত ভাড়া গুনতে হবে।
নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাই- ক্লাশ ভেদে ৪৫০০ থেকে ১০০০০ পর্যন্ত ভাড়া গুনতে হবে।
বি: দ্র: আমরাই বাংলাদেশ থেকে ভারতের যেকোন ধরনের রেলের টিকিট বিক্রি করে থাকি। যোগাযোগ: 01629-098912
কিভাবে এপয়েনমেন্ট নিতে হবে:
বাংলাদেশ থেকে অগ্রীম এপয়েনমেন্ট নেওয়া যাবেনা আপনি যখন এপলোতে পৌঁচাবেন পর আপনাকে চলেযেতে হবে হাতের ডানপাশে সুন্দরী ব্লকে, সেখানে আপনাকে একটি ফরম ফূরণ করতে হবে সেই ফরমটি আপনি ফরেইন ডেক্স জমা দিলে আপানর নামে একটি আইডি তৈরী হবে এবং সেইি আইডি এক্টিভ করতে আপনাকে কিাউন্টারে যেতে হবে আইডি এক্টিভের জন্য আপনাকে ৩০০ রুপি প্রদান করতে হবে। তারপার সেই ফাইল নিয়ে আপনি আপনার পচন্দের ডা: এর রুম নাম্বার জেনে সেখানে চলে যান তারপর আপনার এপয়েনমেন্ট নিশ্চিত করুন। মনে রাখবেন বাংলাদেশ থেকেই আপনি এপয়েনমেন্ট নিলে ডা: দেখাতে পারনে না হলে পারবেন না এমন কোন কিছু মনে করবেন না। মনে রাখবেন বাংলাদেশ বা সেখানকার কোন দালালের খপ্পরে পররবেন না। আরো বিস্থার তথ্যেরে জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারনে 01629-098912 (শুধু মাত্র তথ্য)।
এপয়েনমেন্ট ফরম কোথাই পাবেন:
আপনি যখন এপলোতে পৌঁচাবেন তখন সুন্দরী ব্লক নামের ভবনে গেলে বাংলাদেশী/ফরেইন ডেস্কে গেলেই বিনামূল্যে ফরম পেয়ে যাবেন। তাছাড়াও এখান থেকে ডাউনলোড করে পূরন করে জমা দিলেও হবে এতে সেখানের সময় কিছুটা বেঁচে যাবে।
http://
কতদিন সময় লাগতে পারে:
আপনি যদি ভ্রমণ ভিসায় গিয়ে ডা: দেখান তাহলে চেকাপ ও রিপোর্ট সব মিলিয়ে ২-৩ দিন নরমালী সময় লাগবে সর্বচ্ছ ৪ দিন লাগতে পারে। তবে মনে রাখবেন রিটার্ন টিকিট কেটে যাবেন না।
রিটার্ন টিকিট কোথাই পাবো:
আপনার সকল কাজ শেষে অন্তত ১ দিন পূর্বে আপনার পরিচিত কোন এজেন্সী ও আপনি যে হোটেলে থাকবেন আশেপাশে যেকোন দোকানে বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন 01629-098912
ভিজিত কেমন হতে পারে:
ডা: ভেদে ১৫০০-২৫০০ রুপী পর্যন্ত ডা: ভিজিট হয়ে থাকে। টেষ্টের ক্ষেত্রে রোগ ভেদে আপনার নূন্যতম ১৫০০০ থেকে ৪০০০০/৫০০০০ রুপী পর্যন্ত বাজেট রাখতে হবে।
কোথাই থাকবে কোথাই খাবেন:
আপনি যদি ১ম শ্রেণীর আবাসন চান তাহলে হাসপাতালের কাছেই পেয়ে যাবেন ভাড়া অনুমানিক ৪৫০০ রুপী থেকে ৬৫০০ রুপী পর্যন্ত, যদি মধ্যম ও লো ক্লাশ মানে থাকতে চান তাহলে ১৭০০-২৫০০ রুপী পর্যন্ত হতে পারে মনে রাখবেন সবগুলোই এসি রুম। রুম বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01629-098912
মুসলিম হোটেলের ঠিকানা:
মুসলমানদের বড় একটি সমস্যা হলো ভারতে গিয়ে হালাল খাবার পাওয়া সেই সমস্যা সমাধানে আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের জন্য মুসলিম হোটের সন্ধান দেওয়ার। আমি আপনাদের জন্য ভ্রমনের বিশাল একটা সময় ব্যায় করে খোঁজেফিরি মুসলিম হোটেল তাই এবারও তার ব্যাতিক্রম নয় চেন্নাই চিকিৎসা নিতে আসা সকল মুসলিম ভাই-বোন ও মুরব্বীয়ানদের জন্য মুসলিম হোটের সন্ধান এখানে ক্লিক করলেই জেনে যাবেন কোথাই কিভাবে যাবেন হোটেলে হাসপাতালল থেকে মাত্র ৫ মিনিট হোটেলটি!